‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৪ ফেব্রুয়ারী ২০২৪

৫:৩৪:৩৩ PM
1435141

আমরা গাজায় হিটলারের চেয়ে বেশি বোমা ফেলেছি: জায়নবাদী মিডিয়া

জায়নবাদী পত্রিকাটি লিখেছে, হিসাব অনুযায়ী, গাজায় বোমা ফেলার সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের ব্যবহৃত বোমার সংখ্যার চেয়ে বেশি।

 

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জায়নবাদী সংবাদপত্র ক্যালকালিস্ট গোলাবারুদের ঘাটতিকে ইহুদিবাদী সেনাবাহিনীর নতুন চ্যালেঞ্জ বলে অভিহিত করে লিখেছে, গাজার বিরুদ্ধে গোলাবারুদের ব্যাপক ব্যবহারের কারণে ইহুদিবাদী সেনাবাহিনী গোলাবারুদের ঘাটতির সঙ্কটের সম্মুখীন। জায়নবাদী ঐ পত্রিকাটি আরোও লিখেছে, হিসাব অনুযায়ী, গাজায় বোমা ফেলার সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের ব্যবহৃত বোমার সংখ্যার চেয়ে বেশি।

ইহুদিবাদী শাসক গাজার অবকাঠামো ধ্বংস এবং এলাকাটিকে বসবাসের অযোগ্য করে তোলার লক্ষ্যে এই ভূখণ্ডে বোমাবর্ষণ করেছিল। অনেক সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ব্যবহৃত বোমার ধ্বংসাত্মক শক্তি বেশ কয়েকটি পারমাণবিক বোমার সমতুল্য। এর আগে ইহুদিবাদী শাসকের উগ্রবাদী মন্ত্রী গাজা উপত্যকায় পারমাণবিক বোমা মারতে চেয়েছিল।#176S