‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৫ ফেব্রুয়ারী ২০২৪

৪:৩৭:৩২ PM
1435426

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে একমত ৫০ শতাংশ আমেরিকান

তুফানুল আকসা অভিযানের পর সর্বশেষ সমীক্ষা বলছে, মার্কিন নাগরিকদের অর্ধেক’ই মনে করেন যে, ফিলিস্তিনের জনগণের একটি স্বাধীন রাষ্ট্র থাকা উচিত।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): YouGov জরিপ সংস্থার সর্বশেষ সমীক্ষায় দেখা যায়, ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনীরা মনে করেন, ফিলিস্তিনের নিজস্ব স্বাধীন রাষ্ট্র থাকা উচিত এবং শুধুমাত্র ১৪ শতাংশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণার বিরোধী।

এই সমীক্ষা জায়নবাদী সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের ‘তুফানুল আকসা’ অভিযানের তিন মাস পর জানুয়ারি মাসের ২৮ থেকে ৩০ তারিখ পর্যন্ত চালানো হয়েছে।#176A