‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৫ ফেব্রুয়ারী ২০২৪

৬:৪১:৫১ PM
1435456

আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ পরীক্ষা করবেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ এর চেয়ে বেশি পরীক্ষা না করার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি রোববার নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে ইয়েমেনে চলমান ইঙ্গো-মার্কিন আগ্রাসনের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক বৈঠকে তিনি লন্ডনকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, “যুদ্ধ চালিয়ে যাওয়া সমস্যার কোনো সমাধান নয়।” গতমাসে সুইজার‍ল্যান্ডের ডেভোসে ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে ক্যামেরনের সঙ্গে আমির-আব্দুল্লাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের শীর্ষ কূটনীতিক তার এক্স পোস্টে বলেন, “মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্রোধের মাত্রা পরীক্ষা করা থেকে বিরত থাকুন। আমরা ইরাক, সিরিয়া ও ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিন অর্থাৎ গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তাকে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলে মনে করি।”

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এমন সময় এ হুঁশিয়ারি দিলেন যখন মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী- সেন্টকম গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যে প্রায় প্রতিদিনই হামলা করে যাচ্ছে ইঙ্গো-মার্কিন বাহিনী।

গাজায় ইসরাইলি পাশবিক গণহত্যা বন্ধ করার দাবিতে ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করে যাচ্ছে ইরাক ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো। এছাড়া একই দাবিতে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনী লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে যাচ্ছে।#

342/