‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৩ ফেব্রুয়ারী ২০২৪

৩:০৮:৪০ PM
1437425

দ. লেবাননে ইসরাইলি হামলায় ৫ হিজবুল্লাহ সেনা শহীদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর আরও পাঁচ সেনা শহীদ হয়েছেন। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আজ (মঙ্গলবার) ভোরে এক বিবৃতিতে পাঁচ সেনার শাহাদাতের খবর জানিয়ে বলেছে, পবিত্র বায়তুল মুকাদ্দাস ও গাজার সমর্থনে তারা শহীদ হয়েছেন।

শহীদ পাঁচ জনের মধ্যে তিন জন দক্ষিণ লেবাননের তালুসা উপশহরের বাসিন্দা ছিলেন।

গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর পর ফিলিস্তিনের বাইরে প্রথমে যারা ইসরাইলের বিরুদ্ধে আঘাত হানে তারা হলেন হিজবুল্লাহর সেনা। হিজবুল্লাহর সেনারা তখন থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনিদের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর হামলায় প্রতিদিনই দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।   

এদিকে, লেবাননের হিজবুল্লাহপন্থী সংসদ সদস্য ইব্রাহিম আল মুসাভি দখলদার ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরাইলের যেকোনো বোকামির যথোপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। ইসরাইলকে মনে রাখতে হবে তারা এমন এক জাতি এবং প্রতিরোধ আন্দোলনের সামনে দাঁড়িয়েছে যাদের শক্তি অনেক বেশি। কোনো হুমকিতেই তারা পিছু হটবে না।

তিনি বলেন, ইসরাইলের যেকোনো হামলার সমপরিমাণ জবাব দেওয়া হয়েছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।#  

342/