‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৩ ফেব্রুয়ারী ২০২৪

৩:১১:২১ PM
1437432

রাফাহ শহরে সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল চীন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে সামরিক আগ্রাসনের যে পরিকল্পনা করেছে ইহুদিবাদী ইসরাইল তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন। অনতিবিলম্বে গাজায় স্থল অভিযানের পরিকল্পনা বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, রাফাহ অঞ্চলের ঘটনাবলী চীন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেখানে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরোধিতা ও নিন্দা জানায় চীন। 

চীনা কূটনীতিক যত দ্রুত সম্ভব ইসরাইলকে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা এড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, রাফাহ অঞ্চলে ভয়াবহ রকমের মানবিক বিপর্যয় এড়াতে এই পদক্ষেপ নেয়া দরকার।

গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর তেল আবিব রাফাহকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে এবং উত্তর গাজা থেকে লোকজন সেখানে আশ্রয় নেন। অথচ সেখানে এখন সর্বাত্মক আগ্রাসন চালানোর হুমকি দিচ্ছে ইসরাইল।

রাফাহ শহরে বর্তমানে ১৪ লাখ মানুষ বসবাস করছে যা স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে পাঁচ গুণ বেশি। সেখানে ইসরাইল যদি সামরিক আগ্রাসন চালায় তাহলে ইতিহাসের জঘন্যতম মানবিক বিপর্যয় ঘটবে বলে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে।#

342/