‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ফেব্রুয়ারী ২০২৪

১:৫৪:২৫ PM
1437967

ইরানি জাহাজ আটক করলে ইরানও পাল্টা ব্যবস্থা নেবে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার ও আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, আমেরিকা যদি অবৈধভাবে ইরানের কোনো জাহাজ আটক করে তাহলে ইরানও একই রকমের ব্যবস্থা নেবে। আমেরিকা ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে বিবৃতি দেয়ার পর মোহাম্মদ দেহকান এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

ইরানের বার্তা সংস্থা ইসনাকে আজ (বৃহস্পতিবার) তিনি বলেন, ওয়াশিংটন ইরানের তেলবাহী জাহাজ আটকের যে পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ইরানের সামনে আইনের পথ বন্ধ হয়ে যায়নি।

তিনি সুস্পষ্ট করে বলেন, “যদি আমেরিকা ইরানের তেলবাহী জাহাজ আটক করে তাহলে আমরাও একই ধরনের পদক্ষেপ নেব।”

গত ২ ফেব্রুয়ারি মার্কিন বিচার মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা পীত সাগরে নোঙর করা অপরিশোধিত তেল ট্যাঙ্কার অ্যাবিস-কে আটক করেছে। জাহাজটি পাঁচ লাখ ২০ হাজার ব্যারেল তেল নিয়ে চীনে যাচ্ছিল। 

মার্কিন বিচার মন্ত্রণালয় দাবি করেছে, বাজেয়াপ্ত করা জাহাজটি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পাচার নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল। এই নেটওয়ার্ক ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসিকে অর্থ সরবরাহ করে বলে আমেরিকার অভিযোগ। 

দেহকান বলেন, মার্কিন কর্তৃপক্ষ ইরানের একটি জাহাজ জব্দ করেছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারছেন না। তেল মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর এই খবর সম্পর্কে মন্তব্য করা উচিত বলে তিনি উল্লেখ করেন।#

342/