‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ফেব্রুয়ারী ২০২৪

১:৫৪:৪৯ PM
1437968

নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করুন: ইরাকের প্রতি তেহরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইরাকের মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে যে চুক্তি হয়েছে তা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য নিবিড়ভাবে কাজ করতে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

গতকাল ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রাশিদের সঙ্গে রাজধানী বাগদাদে বৈঠকের সময় এ আহ্বান জানান ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মহাসেনি এজেয়ি। তিনি বলেন, ইরাকের নিরাপত্তার সাথে ইরানের নিরাপত্তা জড়িত এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে দুই প্রতিবেশীর ঘনিষ্ঠ এবং ঐক্যবদ্ধ অবস্থান ব্যাপকভাবে দুই দেশকে লাভবান করতে পারে।

ইরানের বিচার বিভাগের প্রধান আরো বলেন, "ইরান ও ইরাকের নিরাপত্তার জন্য হুমকি এবং বাধা সৃষ্টিকারী শত্রুদের চক্রান্ত নস্যাৎ করার জন্য আমাদের নিরাপত্তা চুক্তিকে আরো সুসংহতভাবে এগিয়ে নেয়ার জন্য কাজ করতে হবে।"

গত বছরের মার্চ মাসে ইরাক এবং ইরানের মধ্যে নিরাপত্তা চুক্তি সই হয়। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ভূমিকে ব্যবহার করে সন্ত্রাসীরা যাতে ইরানের ভেতরে কোনো নাশকলতমূলক তৎপরতা না চালাতে পারে তা ঠেকানো।

এই চুক্তির পর ইরাকের কেন্দ্রীয় সরকার কুর্দিস্তান অঞ্চলে সেনা মোতায়েন করে এবং সেখান থেকে সন্ত্রাসীরা আরো গভীর অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয়। ইরাকের এই পদক্ষেপে ইরান সন্তুষ্টি প্রকাশ করেছে তবে তেহরান বলছে, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ইরাক সরকারের আরো কিছু করা রয়েছে।

গতকালের বৈঠকে ইরাকের প্রেসিডেন্ট বলেন, দুই প্রতিবেশী দেশ এবং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক অঙ্গনে ইরাক ও ইরানের মধ্যে সহযোগিতামূলক অবস্থান থাকা দরকার। তিনি দুই প্রতিবেশীর মধ্যে বিশেষ করে আইন ও বিচার বিভাগে আরো বেশি সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানান।#

342/