‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ফেব্রুয়ারী ২০২৪

১:৫৫:১৪ PM
1437969

গাজা যুদ্ধ বিশ্বে অন্যায় ব্যবস্থার প্রমাণ: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বে যে একটি অন্যায় ব্যবস্থা চালু রয়েছে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তার সুস্পষ্ট প্রমাণ।

 তিনি গতকাল (বুধবার) ইরান সফররত রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের প্রশাসনিক প্রধান রুস্তম মিন্নিখানোভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, “গাজায় যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চলছে তা প্রমাণ করে, বর্তমান অন্যায় বিশ্বব্যবস্থা ভেঙে দিয়ে নতুন একটি ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে।”

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ২৮,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ মন্তব্য করলেন যখন দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাহতে হামলা জোরদার করেছে।

৭ অক্টোবর থেকে উত্তর ও মধ্য গাজার লাখ লাখ মানুষ প্রাণভয়ে রাফাহ শহরে এসে আশ্রয় নিয়েছিলেন। ইসরাইলও রাফাহকে নিরাপদ শহর বলে ঘোষণা করেছিল। কিন্তু এখন সেই নিরাপদ শহরে নির্বিচারে গোলা ও বোমাবর্ষণ করে যাচ্ছে দখলদার সেনারা। ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাসহ বেশিরভাগ পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংস্থা রাফাহ শহরে হামলা না চালানোর জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। #

342/