‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ফেব্রুয়ারী ২০২৪

১:৫৫:৪৯ PM
1437970

‘যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি ভয়াবহ, জনশক্তির দিক দিয়ে রুশরা এগিয়ে’

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে তার দেশের সেনারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। গতকাল (বুধবার) একটি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সিরস্কি সম্প্রতি ইউক্রেনের সেনাপ্রধানের দায়িত্ব পেয়েছেন।

নতুন সেনাপ্রধানের দায়িত্ব পাওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সাথে দেশের পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র পরিদর্শন শেষে সামাজিক মাধ্যমে এই পোস্ট দেন জেনারেল সিরস্কি।

এর আগে তিনি জার্মান একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ইউক্রেন তার কৌশলে পরিবর্তন আনছে এবং সেনাদের ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর চেষ্টা করছে। তিনি বলেন, "আমি বরং একটি অবস্থান ছেড়ে দিতে চাই, কিন্তু  কোনো সেনা হারাতে দেব না।"

সিরস্কি ইউক্রেনের সামরিক গতিবিধি সম্পর্কে কিছু বিশদ বিবরণ দিয়েছেন। তাতে তিনি প্রধানত রাশিয়ার জনশক্তি এবং যুদ্ধাস্ত্রের সুবিধাজনক অবস্থানের কথাই জোর দিয়ে তুলে ধরেছেন। তিনি জানান, রুশ সেনারা তাদের প্রচেষ্টা জোরদার করছে এবং সৈন্যদের সংখ্যাগত দিক দিয়েও তারা সুবিধাজনক অবস্থানে রয়েছে।"

গত সপ্তাহে ইউক্রেনের সবচেয়ে সিনিয়র কমান্ডার হিসেবে ভ্যালেরি জালুঝনির স্থলাভিষিক্ত হয়েছেন সিরস্কি। মার্কিন গণমাধ্যম পলিটিকো গত সপ্তাহে এক রিপোর্টে বলেছে, যুদ্ধক্ষেত্রে হতাহতের মাত্রা কতটা বেশি হলো তার প্রতি সিরস্কি কোনো গুরুত্ব দেন না। এজন্য  তিনি "কসাই" হিসাবে খ্যাতি অর্জন করেছেন।#

342/