‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ ফেব্রুয়ারী ২০২৪

৪:৫৫:২২ PM
1438205

ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। 

এর আগে পশ্চিমা দুটি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্স এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে।

ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমব্রে বলেছে, এডেন উপসাগরের পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জাহাজ থেকে কিছু ডিজেলও পড়ে যায়।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইলের জাহাজ এবং ইসরাইল অভিমুখী বিশ্বের যেকোন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে।#

342/