‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ ফেব্রুয়ারী ২০২৪

৪:৫৭:৪২ PM
1438210

যেকোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিরোধ অক্ষ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে যেকোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে প্রতিরোধগামী যোদ্ধাদের অক্ষ।

গতকাল (বৃহস্পতিবার) ইসলামী প্রজাতন্ত্র ইরানের আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

শেখ নাঈম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ অক্ষে যারাই যুক্ত রয়েছে তাদের সবার একই ধারণা ও লক্ষ্য। পুরো প্রতিরোধ অক্ষ নিশ্চিত হয়েছে যে, ফিলিস্তিন ইস্যু কম্পাস হিসেবে কাজ করে এবং শক্তিশালীদের উচিত দুর্বলদের সাহায্য করা। তিনি আরো বলেন, প্রতিরোধ অক্ষের সমস্ত সদস্য এই বিষয়ে একমত যে, ইসরাইলের কবল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা হচ্ছে প্রথম এবং প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে গিয়ে কতটা মূল্য দিতে হবে সে বিষয় নিয়ে প্রতিরোধ অক্ষ মোটেই ভাবছে না।

গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে বর্বর ইহুদিবাদী সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন ও যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে। এর জবাবে মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ অক্ষের যোদ্ধারা অভিন্নভাবে ইসরাইলের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে।

লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইল ও আমেরিকার বিভিন্ন অবস্থানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া, লোহিত সাগরে ইহুদিবাদী ইসরাইলের জাহাজ এবং ইসরাইল অভিমুখী বিশ্বের যেকোন দেশের জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী।#

342/