‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ ফেব্রুয়ারী ২০২৪

৪:৫৮:৩৯ PM
1438212

'ইঙ্গ-মার্কিন-ইসরাইলি সাম্রাজ্যবাদের মোকাবেলায় সবাই রুখে দাঁড়াচ্ছে'

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকী আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ব্যাপক হারে অংশ নিতে ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানে আগামী ১ মার্চ দ্বাদশ জাতীয় সংসদ তথা মজলিশে শুরায়ে ইসলামী ও সর্বোচ্চ নেতা নির্ধারক বিশেষজ্ঞ পরিষদের ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

জনাব সিদ্দিকী বলেছেন, এই নির্বাচন শত্রুদের চোখের কাঁটা এবং বন্ধুদের জন্য চোখের আলো। অন্য কথায় এ নির্বাচনে জনগণের ব্যাপক হারে অংশগ্রহণ ইরানের অগ্রগতির উৎস ও শত্রুদের জন্য হতাশার উৎস।

বর্তমানে ইঙ্গ-মার্কিন-ইসরাইলি সাম্রাজ্যবাদের মোকাবেলায় সবাই রুখে দাঁড়াচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব আজ দেশের সীমানা ছাড়িয়ে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকে প্রোজ্জ্বল হয়ে উঠেছে এবং এই অবস্থা মার্কিন ও পশ্চিমা শক্তিগুলোর জন্য, বিশেষ করে মার্কিন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। #

342/