‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৬ ফেব্রুয়ারী ২০২৪

৪:৫৯:০৭ PM
1438213

ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান

অবরুদ্ধ গাজা উপত্যকার ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশেষ করে রাফাহ শহরে ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য আগ্রাসনকে সামনে রেখে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।

গতকাল (বৃহস্পতিবার) ওআইসির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা'র সঙ্গে ফোন আলাপে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর চূড়ান্ত পদক্ষেপ নেয়া উচিত।

রাফাহ শহরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। কারণ ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসনের মুখে গাজার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ফিলিস্তিনিরা এই রাফাহ শহরে জড়ো হয়েছেন। সেখানে বর্তমানে প্রায় ১৩ লাখ মানুষ অবস্থান করছেন যা শহরের ধারণক্ষমতার চেয়ে পাঁচ গুণ।

এই পরিস্থিতিতে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর আগ্রাসন ঠেকানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে ওআইসির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

ফোন আলাপে ওআইসি মহাসচিবও গাজার চলমান পরিস্থিতিতে বিশেষ করে রাফাহ শহরে সম্ভাব্য আগ্রাসনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইরানের পক্ষ থেকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকার প্রস্তাবকে স্বাগত জানান।#

342/