‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৭ ফেব্রুয়ারী ২০২৪

৭:০১:৫৪ PM
1438549

হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ৬ যোদ্ধা নিহত; ইসরাইলি সেনা অবস্থানে হামলা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট জানিয়েছে, তাদের ছয় সদস্য ইহুদিবাদী ইসরাইলের হামলায় নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার) আলাদা বিবৃতিতে সংগঠন দুটি তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা ঘোষণা করে।

বিবৃতিতে বলা হয়েছে, “দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এসব যোদ্ধা শহীদ হয়েছেন।”

আমাল মুভমেন্ট জানিয়েছে, দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে তাদের চার সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের দুই যোদ্ধা শহীদ হয়েছেন। সংগঠনটি বলেছে, আল-কুদস মুক্ত করার পথে শহীদের সংখ্যা বাড়ছে।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল সংঘর্ষ শুরুর পর থেকেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরাইলের সংঘর্ষ চলছে। গত বুধবার ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ১৫ জন নিহত হন যার মধ্যে ১০ জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেছে।

গতকাল শুক্রবারও লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরাইল গোলাবর্ষণ করেছে। জবাবে হিজবুল্লাহ আন্দোলন ডোভিভ ব্যারাকে রকেট ছোঁড়ে। এসব রকেট ব্যারাকে সরাসরি আঘাত করে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধারা বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের মালকিয়া সামরিক পোস্টে হামলা চালায়। পাশাপাশি রামিয়া পোস্টের কাছে জড়ো হওয়া দখলদার সেনাদের ওপর হিজবুল্লাহ রকেট হামলা চালায়।#

342/