‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৭ ফেব্রুয়ারী ২০২৪

৭:০২:৪৭ PM
1438551

ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোনালাপ: আঞ্চলিক নানা ইস্যু গুরুত্ব পেয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা গাজা যুদ্ধসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিনি নিয়ে টেলিফোনে কথাবার্তা বলেছেন।

গত বছরের মার্চে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ে চুক্তি হওয়ার পর থেকে, তেহরান ও রিয়াদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রেখেছেন। টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং  সৌদ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং গাজার দক্ষিণে রাফাহ শহরের সাম্প্রতিক ঘটনাবলীসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করেছেন।

গত ৭ অক্টোবর সংঘর্ষ শুরুর পর গাজা উপত্যকায় ইসরাইলিদের ব্যাপক হামলার পর থেকে ইরান ও সৌদি আরব বারবার ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধযজ্ঞের বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।  দুই দেশই ইসরাইলি আগ্রাসন বন্ধ, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আসছে। ৭ অক্টোবরের আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছিল সৌদি আরব। কিন্তু ইসরাইলি আগ্রাসন শুরুর পর সৌদি আরব এ সংক্রান্ত আলোচনা স্থগিত করে। ইরান সৌদি আরবের ওই অবস্থানকে স্বাগত জানায়।

এ অঞ্চলের দুটি প্রভাবশালী দেশ হিসাবে তেহরান ও রিয়াদ গাজায় যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছে এবং তারা  যুদ্ধবিধ্বস্ত গাজার ২০ লাখ মানুষের কাছে ত্রাণ সাহায্য পাঠানোর জন্য ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে। ইরান মনে করে, ইসরাইল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার পেছনে আমেরিকার প্রকাশ্য সমর্থন রয়েছে এবং এতে করে সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। গাজা পরিস্তিতি নিয়ে আলোচনার জন্য ইরান ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছে এবং এতে সৌদি আরবও সমর্থন জানিয়েছে।

ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীদের এ টেলিফোনালাপে গাজা ইস্যু এবং দ্বিপক্ষিীয় সম্পর্ক গভীর করার বিষয়ে আলোচনার পাশাপাশি ইরানিদের ওমরাহ করার বিষয়েও কথাবার্তা বলেছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওমরাহ অনুষ্ঠানে ইরানিদের উপস্থিতির বিষয়ে কোনো রাজনৈতিক বাধা নেই এবং সৌদি এভিয়েশন অর্গানাইজেশন এ ব্যাপারে কারিগরি সমস্যা নিরসনের চেষ্টা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। #

342/