‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৯ ফেব্রুয়ারী ২০২৪

৬:৫৩:৩৩ PM
1439029

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আফ্রিকার বিবৃতি: সমর্থন জানাল ইরান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়ে আফ্রিকান ইউনিয়ন বা এইউ যে বিবৃতি প্রকাশ করেছে তার ভূয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে, ওই বিবৃতির প্রতি ইরানের ‘অকুণ্ঠ সমর্থন’ রয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শনিবার এইউ’র ৩৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এইউ কমিশন চেয়ারম্যান মুসা ফাকি গাজার নিরস্ত্র জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত ও নির্বিচার গণহত্যার তীব্র নিন্দা জানান। 

তিনি বলেন, “আমরা কঠোর ভাষায় মানব ইতিহাসের জঘন্যতম এ হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি।” ফাকি বলেন, “আমরা আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাচ্ছি।” ইহুদিবাদী ইসরাইল গাজার অধিবাসীদের নির্মূল করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এইউ’র ওই বিবৃতির প্রতি ‘অকুণ্ঠ সমর্থন’ ঘোষণা করে বলেছেন, আফ্রিকান ইউনিয়নের নেতারা ফিলিস্তিন প্রসঙ্গে তাদের বিবেকের ডাকে সাড়া দিয়েছেন এবং যথাযথ অবস্থান গ্রহণ করেছেন।

তিনি বলেন, আফ্রিকার দেশগুলোর পাশাপাশি বিশ্বের আরো বহু স্বাধীনচেতা দেশের এ ধরনের সত্যনিষ্ঠ অবস্থানের কারণে ইহুদিবাদী যুদ্ধবাজ নেতাদের পাশাপাশি তাদের সমর্থকদের লাগাম টেনে ধরা সম্ভব হবে।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা এভাবে এগিয়ে এলে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করতে বাধ্য হবে তেল আবিব। #

342/