‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৩ ফেব্রুয়ারী ২০২৪

২:৪১:০৮ PM
1439789

ইরানে সংসদ নির্বাচন: রেকর্ডসংখ্যক প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রেকর্ডসংখক প্রার্থী তাদের প্রচারণা শুরু করেছেন। ভোট গ্রহণের এক সপ্তাহ আগে এই নির্বাচনী প্রচারণা শুরু হলো।

আগামী পহেলা মার্চ ইরানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯০টি আসনে নির্বাচনের জন্য এবার ১৫,২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, নির্বাচনে বিভিন্ন মত ও রাজনৈতিক চিন্তার ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সত্যিকার প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেন, নির্বাচনের প্রার্থী এবং তাদের সমর্থকদের অবশ্যই আইনি কাঠামোগুলো মেনে চলতে হবে এবং তাদেরকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিপূর্ণভাবে শৃঙ্খলা মেনে চলতে হবে। এর পাশাপাশি অন্য প্রার্থীদের হেয় করা থেকে তাদের বিরত থাকতে হবে।

প্রার্থীদের বিষয়ে সাংবাদিক মাযিয়ার খোশরাভি জানিয়েছেন, এবারের নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের বেশিরভাগই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি আমলা এবং শিক্ষক যারা সরাসরি কোনো রাজনৈতিক দল বা জোটের সাথে জড়িত নন।


342/