‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৩ ফেব্রুয়ারী ২০২৪

২:৪১:৫২ PM
1439791

বাইডেনকে অকেজো বুড়ো বললেন পুতিনের মুখপাত্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো অকেজো বুড়ো লোকদের কাছ থেকেই বিশ্বের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হচ্ছে। জো বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে পাগলা কুত্তার বাচ্চা বলে গালি দেওয়ার পর তিনি এ মন্তব্য করলেন।

এর মাধ্যমে বাইডেন খোদ যুক্তরাষ্ট্রকেই হেয় করেছেন বলে মন্তব্য করেন পুতিনের মুখপাত্র।

ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকোতে গত বুধবার তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে পুতিনকে ওই গালি দেন বাইডেন।

সংক্ষিপ্ত এক বক্তব্যে বাইডেন বলেন, “আমাদের পুতিন ও অন্যদের মতো পাগলা কুত্তার বাচ্চা আছে বলেই আমাদেরকে সবসময়ই পারমাণবিক সংঘাত নিয়ে উদ্বিগ্ন থাকতে হচ্ছে, অথচ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হল জলবায়ু।”

এরপর বার্তা সংস্থা রয়টার্সকে পেসকভ বলেন, “আরেকটি রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের এমন ভাষা ব্যবহারে আমাদের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট পুতিনের ক্ষতি হওয়ার সম্ভবনা নেই, বরং যে এ ধরনের ভাষা ব্যবহার করে সে-ই এতে হেয় হয়।”

তিনি আরও বলেন, “পুতিন কি কখনও আপনাকে সম্বোধন করে কোনও কটু কথা বলেছেন? এমন কখনও হয়নি। তাই আমি মনে করি, এ ধরনের ভাষা খোদ যুক্তরাষ্ট্রকে হেয় করেছে। এতে যুক্তরাষ্ট্রেরই বেইজ্জতি হয়েছে।”

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবারই যে প্রথম এমন আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন তা নয়, ২০২২ সালে ফক্স নিউজের এক সাংবাদিককেও তিনি কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিলেন। তাছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে এর আগেও ‘কসাই’ এবং ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়েছিলেন বাইডেন।#