‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৪ ফেব্রুয়ারী ২০২৪

২:০১:২০ PM
1440026

গাজা গণহত্যার মধ্যেই ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন

গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময়ে জর্দান নদীর পশ্চিম তীরে আরো অন্তত ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলি মন্ত্রিসভা।

ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ সংক্রান্ত ঘোষণা দিয়ে দাবি করেছেন, বৃহস্পতিবার পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের এক গুলিবর্ষণের প্রতিশোধ নিতে এ পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। ওই গুলিবর্ষণের ঘটনায় একজন ইহুদিবাদী বসতি স্থাপনকারী নিহত ও অপর ১১ জন আহত হয়।

তেল আবিবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বসতি নির্মাণ পরিকল্পনার প্রতি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ড জোর সমর্থন জানিয়েছেন।

গত কয়েক দশক ধরে জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড জবরদখল করে হাজার হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপন করেছে ইসরাইল। তেল আবিব এ কাজে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা সত্ত্বেও আমেরিকাসহ পশ্চিম দেশগুলোর নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।#

342/