‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২ মার্চ ২০২৪

৮:৩৫:৩৩ AM
1441559

প্রশাসনিক উন্নয়ন ও মেধা বিকাশের সংস্কৃতির মাধ্যমে সমাজের অসঙ্গতি হ্রাস পেতে পারে

যে জাতি ঐক্যবদ্ধ সে জাতি সংকল্প, ইচ্ছা, আশা ও আদর্শের প্রতীক। এই ঐক্য বুদ্ধিবৃত্তিক বোঝাপড়া, আলাপ-আলোচনা, যৌক্তিকতা, নৈতিকতা এবং সংবিধানের যথার্থ প্রয়োগের ফল।

হুজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিমীন মুহাম্মদ হাসান আবু তোরাবিফার্দ আজ তেহরানের জুমার নামাজের খুতবায় এ কথা বলেন। তিনি আরও বলেন: মৌলিক সিদ্ধান্ত গ্রহণে অভিজাত ও বিশেষজ্ঞদের অংশগ্রহণ জরুরি। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আইনি নিয়মের প্রসার ঘটতে পারে, আইনের শাসনের প্রাতিষ্ঠানিকীকরণ এবং তার অনুশীলনও বৃদ্ধি পেতে পারে। বিশিষ্ট এই আলেম আরও বলেন: প্রশাসনিক উন্নয়ন এবং মেধা বিকাশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সমাজের বিচিত্র অসঙ্গতি হ্রাস পেতে পারে।

জাতীয় ঐক্য ও ইসলামী সংহতি সর্বপ্রকার হুমকিকে সুযোগে পরিণত করার দুটি সুনির্দিষ্ট কৌশল। তিনি আরও বলেন: যে-কোনো ঐক্যবদ্ধ জাতি দৃঢ়তা, ইচ্ছা, আশা ও আদর্শের প্রতীক।

তেহরানের জুমার খতিব আরও বলেন: যদি মতপার্থক্য উস্কে দেওয়া হয় এবং সামাজিক অসঙ্গতিগুলো সক্রিয় থাকে কিংবা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনার ক্ষেত্র তৈরি হয়, তাহলে জাতীয় ও ইসলামী ঐক্য হুমকির সম্মুখীন হবে। এ কারণেই ইসলামি শিক্ষায় সমাজের ঐক্য ও সংহতির ওপর বেশি জোর দেওয়া হয়েছে।

আবু তারাবী ফরদ আরও বলেন: দেশের প্রশাসন এবং প্রতিষ্ঠান গঠনে নাগরিকরা ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ধর্মভিত্তিক জনগণের শাসনব্যবস্থা এবং জাতীয় কর্তৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো জনগণের সংযুক্তি।#