‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২ মার্চ ২০২৪

৮:৩৮:৫৪ AM
1441565

প্রথম প্রহরেই ভোট দিয়ে যা বললেন সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহরে ভোট দেয়ার পর দেশ এবং জাতির কল্যাণ কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন।

এতে তিনি বলেন, "আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি ইরানি জাতির জন্য আজকের দিনটিকে একটি আনন্দের দিনে পরিণত করেন। পাশাপাশি আমাদের প্রিয় জনগণ ও নির্বাচন প্রক্রিয়ার নানা বিষয়ের সাথে জড়িতদের প্রচেষ্টার ফলাফল যেন কাঙ্খিত পর্যায়ে পৌঁছাতে পারে এবং ইরানি জাতি এ থেকে যেন উপকৃত হয়।" 

সর্বোচ্চ নেতা বলেন, “আমাদের প্রিয় জাতির জানা উচিত যে, আজ বিশ্বের অনেক লোকের চোখ ইরান এবং আপনাদের দিকে। বিশ্বের বহু ব্যক্তি ও রাজনীতিবিদ এবং যারা মর্যাদাপূর্ণ জাতীয় ও রাজনৈতিক পদে অধিষ্ঠিত তাদের নজর আপনাদের দিকে। তারা দেখতে চান আপনারা এই নির্বাচনে কী করছেন এবং আপনাদের নির্বাচনের ফলাফল কী হবে। আমাদের বন্ধু এবং ইরানি জাতির প্রতি আগ্রহী জনগণ ও চারদিক থেকে অশুভকামনাকারীরা বিষয়গুলো পর্যবেক্ষণ করে। এদিকে মনোযোগ দিন; বন্ধুদের খুশি করুন এবং অনাকাঙ্ক্ষিতদের হতাশ করুন।"

সর্বোচ্চ নেতা ভোটারদের দ্রুত ভোটকেন্দ্রে যেতে এবং নির্ধারিত সময়ের মধ্যে ভোট দেয়ার আহ্বান জানান। 

এবারের নির্বাচনে ইরানের সাড়ে ৮ কোটি মানুষের মধ্যে ছয় কোটি ১০ লাখ বৈধ ভোটার রয়েছেন। ভোটগ্রহণের জন্য সারাদেশে ৫৯ হাজার কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে ১৫ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে প্রায় শতকরা ১৩ ভাগ নারী।# 

342/