‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ মার্চ ২০২৪

৫:৪২:৫৪ PM
1441917

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনের নিষেধাজ্ঞার প্রবণতা অব্যাহত

আমেরিকা ও ব্রিটিশ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ এবং ব্রিটিশ সরকার পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের ডেপুটি কমান্ডার এবং ৫টি নতুন প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে।

নিষেধাজ্ঞার কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণীয় এমন একটি হাতিয়ার যা তারা স্বাধীন দেশগুলোর উপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করার পাশাপাশি তাদের বিচ্ছিন্ন এবং আত্মসমর্পণের লক্ষ্যে প্রয়োগ করে থাকে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে ইরানের শত্রুরা সব সময় নিষ্ঠুর এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করে দেশের অর্থনীতিতে আঘাত করার চেষ্টা করছে এবং এমন কোনো শিল্প আর বাকি নেই যার উপর তারা নিষেধাজ্ঞা দেয় নি।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হোয়াইট হাউসের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রেখেছে।#

342/