‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৩ মার্চ ২০২৪

৫:৪৩:২০ PM
1441918

ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় আরব শাসকদের নিন্দা জানাল ইরান

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও এই অবৈধ দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় পশ্চিম এশিয়া অঞ্চলের কিছু দেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি গতকাল (শনিবার) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকে এ নিন্দা জানান। রায়িসি বলেন, এসব আঞ্চলিক দেশ ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে মূলত তেল আবিবকে গাজায় গণহত্যা চালানোর কাজে আর্র্থিক যোগান দিচ্ছে। 

একটি জ্বালানি সম্মেলনে যোগ দিতে আলজিয়ার্স সফর করছেন রায়িসি ও আলে সানি। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, “নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যার ব্যাপারে নীরবতা অবলম্বনের জন্য কিছু আরব ও মুসলিম দেশের শাসকরা তাদের জনগণের কাছে কী জবাব দেয় সেটি এখন দেখার বিষয়।”

তিনি আরো বলেন, যেসব সরকার গাজা যুদ্ধ সত্ত্বেও ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তারা তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত ‘চপেটাঘাত খাবেই।’ প্রেসিডেন্ট রায়িসি বলেন, এসব দেশের নীরবতার কারণে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যেতে ইসরাইল ও তার অপকর্মের প্রধান সহযোগী আমেরিকা যথেষ্ট সময় পাচ্ছে।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইরান ও কাতার বিশ্বের অন্যতম প্রধান দুই গ্যাস উৎপাদনকারী দেশ।

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতা করার জন্য কাতার গত কয়েক মাস ধরে যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান তার ভূয়সী প্রশংসা করেছে। অন্যদিকে ইসরাইলি আগ্রাসন মোকাবিলাকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সার্বিক সহযোগিতা দেয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছে ইরান। #