‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৪ মার্চ ২০২৪

৬:২০:৫৩ PM
1442160

ইরানের নিরাপত্তা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইরানের নিরাপত্তা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। তিনি আজ (সোমবার) পুলিশ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ কথা বলেন।

তিনি আরও বলেন- প্রতিরক্ষা শক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাংস্কৃতিক সামর্থ্য হচ্ছে জাতীয় শক্তি ও দৃঢ়তার তিনটি মূল বিষয়। তিনি ইরানি জনগণের প্রশংসা করে বলেন, ইরানি জনগণ শত্রুর মোকাবেলায় সদাপ্রস্তুত এবং খুবই দায়িত্ববান। জনগণের সক্রিয় উপস্থিতির কারণে গত ৪৫ বছরে শত্রুদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলে তিনি জানান।

তিনি ইরানের পুলিশ বাহিনীর নানা বৈশিষ্ট্য তুলে ধরে বলেন- ইরানি পুলিশেরা দক্ষ, সাহসী, অভিজ্ঞ, ঈমানদার, বিপ্লবের প্রতি অনুগত, জনগণের বন্ধু এবং তারা জনসেবায় সদাপ্রস্তুত। প্রেসিডেন্ট বলেন, ইরানের সশস্ত্র বাহিনী জাতির জন্য গর্বের এবং জনগণের মনে তাদের স্থান রয়েছে। কারণ তারা সব সময় জনগণের পাশে থাকেন।#

342/