‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৫ মার্চ ২০২৪

৬:১৩:২৩ PM
1442422

জয়তুন গাছ লাগিয়ে ‌ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা

ইসলামি প্রজাতন্ত্র ইরান যে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি আজ (মঙ্গলবার) তিনটি গাছের চারা রোপণের পর বলেছেন, 'আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হলো জয়তুন গাছ, মজলুম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকি পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি।'

আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে তিনটি গাছের চারা রোপণ করেন। তেহরানে সর্বোচ্চ নেতার দপ্তরের প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়। এর মধ্যে একটি জয়তুন গাছও রয়েছে। ফিলিস্তিনিদের শান্তি প্রচেষ্টা এবং প্রতিরোধের প্রতীক হচ্ছে জয়তুন গাছ। 

বৃক্ষরোপণের পর তিনি সর্বোচ্চ নেতা আরও বলেন, 'নির্বাচনে অংশগ্রহণের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানাই। এটা ছিল ইরানিদের জিহাদ। কারণ প্রায় এক বছর ধরে সারা বিশ্বে ইরানি জাতির শত্রুরা ইরানি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। জনগণ ভোট দেওয়ার মাধ্যমে নতুন এক বীরত্বগাথা তৈরি করেছে।' 

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বন্যায় মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। যে ত্রাণ তৎপরতা চলছে তা অব্যাহত রাখতে হবে। সরকারি ও বেসরকারি ত্রাণ সংস্থাগুলো সেখানে কাজ করছে। অন্যান্য যারা এ ক্ষেত্রে কাজ করতে আগ্রহী, তাদেরও শুরু করা উচিত। #   

342/