‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৭ মার্চ ২০২৪

১২:৪৬:২৩ PM
1442789

‘গাজায় নিঃশর্তভাবে ইসরাইলকে আগ্রাসন বন্ধ করতে হবে’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন নিঃস্বার্থভাবে বন্ধ করতে হবে বলে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাবি করেছে সৌদি আরব।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরী বৈঠক শেষে যে চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করা হয়েছে তাতে সৌদি আরব এই দাবি জানিয়েছে।

যৌথ বিবৃতিতে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, “গাজায় যে গণভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং জাতিগত নির্মূল অভিযান চলছে তার ভয়াবহতা সম্পর্কে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করছি। একইসাথে ইসরাইলের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া দরকার।”

৫৭ জাতির এই মুসলিম সংস্থার সচিবালয় সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত। গাজা পরিস্থিতিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশেষ অনুরোধে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা এই জরুরি বৈঠকে বসেন।

গত মাসে ওআইসি’র মহাসচিব এবং সংস্থার আইনজীবী কমিটির সদস্যরা ইসরাইলি অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানিতে মৌখিক বিবৃতি দিয়েছিলেন।#