‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৯ মার্চ ২০২৪

৭:২৮:৩৯ PM
1443231

ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার সেনারা ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনবাসে মোতায়েন করা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করতে স্বল্প পাল্লার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ধ্বংস করার বিষয়ে রুশ সেনারা একটি ভিডিও প্রকাশ করেছে। এ সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণায় এক বিবৃতিতে বলেছে, দোনবাসের পোকরোভস্ক শহরের কাছে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংস করা হয়। এলাকাটি দোনবাসের রাজধানী দোনেৎস্কের ৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ড্রোন থেকে তোলা ফুটেজে দেখা যায়- ইউক্রেনের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিশাল বিস্ফোরণ ঘটেছে।  

এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে সোভিয়েত আমলে তৈরি একটি ব্যবস্থা যা ১৯৭০ সালের দিক থেকে সাবেক সোভিয়েত রাশিয়া ও বর্তমানের ইউক্রেন ব্যবহার করে আসছে। 

বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের কাছে শুধুমাত্র এস-৩০০ রয়েছে তবে রাশিয়ার কাছে এর চেয়ে উন্নত ও আধুনিক ব্যবস্থা এস-৪০০ রয়েছে। এই এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে আমেরিকাসহ পশ্চিমা দুনিয়া ব্যাপকভাবে চিন্তিত।#

342/