‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১১ মার্চ ২০২৪

২:১৭:০৯ PM
1443661

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে: মন্ত্রী

ইরানের জ্বালানি খাতের ওপর আমেরিকার কঠোর অবরোধ আরোপ থাকা সত্ত্বেও গত পাঁচ বছরের মধ্যে দেশটির তেল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একথা জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি।

তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবির এক টেলিভিশন টক-শো অনুষ্ঠানে বলেন, ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার সব ধরনের চেষ্টা সত্ত্বেও সদ্য সমাপ্ত ২০২৩ সালে ইরানের অপরিশোধিত তেল উৎপাদন বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তেল উৎপাদন বৃদ্ধির উদাহরণ তুলে ধরতে গিয়ে ইরানের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী প্রদেশের তথ্য জানান ওউজি। তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দায়িত্ব গ্রহণের সময় ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের দৈনিক তেল উৎপাদনের পরিমাণ ছিল ১৭ লাখ ব্যারেল যা বর্তমানে ২৭ লাখ ব্যারেলে পৌঁছেছে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও ৫% বেড়েছে বলে জানান তেলমন্ত্রী। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদেশি কোম্পানিগুলো ইরান ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও ইরানি বিশেষজ্ঞদের প্রচেষ্টায় প্রায় সব শোধনাগারের সক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পশ্চিমা বিশ্ব। কিন্তু ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে ইরানের তেল রপ্তানিতে সাময়িক অসুবিধা তৈরি হলেও তা কাটিয়ে উঠেছে তেহরান।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে টাম্প আবার জয়ী হলে ইরানের তেল রপ্তানিতে তার কোনো প্রভাব পড়বে কিনা- টকশোতে জাওয়াদ ওউজিকে সে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রেতারা তেহরানকে এ নিশ্চয়তা দিয়েছে যে, তাদের পক্ষ থেকে ইরানের তেল কেনার ওপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। #

342/