‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১১ মার্চ ২০২৪

২:১৯:২৫ PM
1443663

‘নেতানিয়াহু ইসরাইলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলকে সাহায্য করার চেয়ে ক্ষতি করছেন বেশি। তবে এরপরও আমেরিকা দখলদার ইসরাইল সরকারকে সমর্থন করে যাবে বলে জানিয়েছেন জো বাইডেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি-কে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন এসব কথা বলেছেন। বাইডেন তার ভাষায় বলেন, “ইসরাইলকে রক্ষার অধিকার নেতানিয়াহুর আছে, হামাসকে তিনি ধাওয়া করতে পারেন; তবে ইসরাইলি সেনাবাহিনীর হামলার কারণে গাজার যে সমস্ত বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে সেদিকে তাদেরকে বেশি মনযোগ দেয়া উচিত। কিন্তু এগুলো না করে নেতানিয়াহু ইসরাইলকে সাহায্যের চেয়ে ক্ষতি করছেন বেশি।”

জো বাইডেন আরো বলেন, “ইসরাইল যে কথা বলছে, নেতানিয়াহুর অবস্থান তার সাথে সাংঘর্ষিক। আমি মনে করি এটা তাদের বড় ধরনের ভুল। ফলে আমি গাজায় যুদ্ধবিরতি দেখতে চাই।”

এদিকে, যুদ্ধবাজ নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের এ সমালোচনাকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, গাজায় আগ্রাসনের বিষয়ে তিনি যে নীতি অনুসরণ করছেন তার প্রতি বেশিরভাগ ইসরাইলির সমর্থন রয়েছে।

এমন সময় নেতানিয়াহু এই দাবি করলেন যখন তার বিরুদ্ধে তেল আবিবসহ বেশিরভাগ শহরে প্রায় প্রতিদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল হচ্ছে। গাজা যুদ্ধ বন্ধ এবং সেখান থেকে ইসরাইলি বন্দীদের মুক্ত করার স্লোগান ক্রমেই জোরদার হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি শহীদ এবং ৭২ হাজার ৫২৪ জন আহত হয়েছেন। এছাড়া, কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন যাদের বিষয়ে ধারণা করা হচ্ছে যে, গাজার বিধ্বস্ত ভবনগুলো নিচে তারা চাপা পড়েছেন।#