‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১২ মার্চ ২০২৪

৬:৪৩:৩৭ PM
1443961

পবিত্র রমজান মাসে ইসরাইলবিরোধী পাল্টা অভিযান বাড়বে: ইয়েমেন

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী লোহিত সাগরে আমেরিকার একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে। হামলায় ইয়েমেনের সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং সেগুলো সরাসরি সুনির্দিষ্টভাবে জাহাজটিতে আঘাত হানে।

জেনারেল সারিয়ি জানান, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী যে আগ্রাসন চালিয়েছে তারও জবাব এই হামলা।

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

এদিকে, জেনারেল সারিয়ি আজ এক বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পবিত্র রমজান মাসে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং সামরিক বাহিনী ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে হামলা জোরদার করবে। তিনি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী বাব আল-মানদেব প্রণালী এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইহুদিবাদী ইসরাইলের জাহাজ এবং ইজরাইল অভিমুখী জাহাজে অভিযান চালাবে। তিনি বিশ্বের জাহাজ চলাচলকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে ইসরাইল অভিমুখে কেউ যেন জাহাজ পরিচালনার কথা চিন্তাও না করে।#

342/