‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

১৩ মার্চ ২০২৪

১১:৪৭:০৩ AM
1444162

সদ্য প্রয়াত আয়াতুল্লাহ ইমামী কাশানীর সংক্ষিপ্ত জীবনী

আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৬১ সৌর হিজরীতে ইমাম খোমেনীর নির্দেশে শহীদ মোতাহহারী মাদ্রাসার তত্বাবধায়কের দায়িত্ব প্রাপ্ত হন। তিনি ইয়াজদ, মাশহাদ এবং আহওয়াজ শরে এই মাদ্রাসার শাখা চালু করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ পরিষদের প্রতিনিধি এবং তেহরানের অস্থায়ী জুমার খতিব আয়াতুল্লাহ মুহাম্মদ ইমামী কাশানী নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আবনা পাঠকদের উদ্দেশ্যে সক্রিয় ও জনপ্রিয় এ আলেমের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো:

ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে তিনি কর্মজীবনে প্রশাসনিক বিচার আদালতের প্রধান, সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ পরিষদের প্রতিনিধি, ইরানের জাতীয় সংসদের প্রতিনিধি, শহীদ মোতাহহারী মাদ্রাসার তত্ত্বাবধায়ক, এবং বিপ্লবী আলেম সমাজ, অভিভাবক পরিষদ, ইসলামী প্রজাতন্ত্রের সাংবিধানিক পর্যালোচনা বোর্ড ও অভিজ্ঞ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জীবনী

আয়াতুল্লাহ মুহাম্মদ ইমামী কাশানী ১০ই মেহের ১৩১০ সৌর হিজরীতে কাশান প্রদেশের কালহার নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা মির্জা আবু তোরাবে ইমাম জুমে, কাশান শহরের জুমার ইমামের দায়িত্ব পালন করতেন। তার ভাষ্যমতে তার পূর্বপুরুষেরাই কাশানে জুমার নামাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩১৭ সৌর হিজরীতে নিজের শিক্ষাজীবন শুরু করেন এবং ১৩২৩ সৌর হিজরীতে কাশানের ইসলামী শিক্ষা কেন্দ্রে ভর্তি হন। তিনি আয়াতুল্লাহ রাশতি কাশানীর নিকট আরবি ব্যাকরণের জ্ঞান লাভ করেন। তিনি ১৩২৮ সৌর হিজরীতে আয়াতুল্লাহ ইয়াসরাবির পরামর্শে তেহরানের সিপাহসালার মাদ্রাসায় ভর্তি হন। দুই মাস পার না হতেই আয়াতুল্লাহ বুরুজার্দির উদ্দেশ্যে তার পিতার লেখা চিঠির মাধ্যমে কোম শহরে যান এবং ফেইজিয়া মাদ্রাসায় আয়াতুল্লাহ মুহাম্মদ রেজা মাহদাভীর সহকক্ষী হন।

আয়াতুল্লাহ ইমামী কাশানী প্রাথমিক স্তরের পাঠগুলো আয়াতুল্লাহ মুসা সাদর, আয়াতুল্লাহ মাহদী হায়েরি, আয়াতুল্লাহ মুহাম্মদ সাদুকী, আয়াতুল্লাহিল উযমা সাইয়্যেদ শাহাবুদ্দিন মারআশী নাজাফী, আয়াতুল্লাহ মুজাহিদি তাবরিজি এবং আয়াতুল্লাহ আলী মিশকিনীর নিকট থেকে অর্জন করেন। এছাড়াও তিনি আয়াতুল্লাহ মুর্তজা হায়েরি ও আয়াতুল্লাহিল উযমা মির্জা জাওয়াদ তাবরিজির ক্লাসেও অংশগ্রহণ করতেন। তিনি ২৩ বছর বয়সে ইমাম খোমেনী এবং মুহাক্কিক দামাদের উসুল ও ফেকহের সর্বোচ্চ স্তরের ক্লাসে অংশগ্রহণ করতেন এবং দর্শন ও ইরফান সংক্রান্ত বিষয়ে আল্লামা তাবাতাবায়ী এবং সৈয়দ আবুল হাসান রাফিয়ির নিকট হতে শিক্ষালাভ করেন। আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৪০ সৌর হিজরীতে তেহরানের ধর্মীয় শিক্ষা কেন্দ্রে শিক্ষকতায় যোগদান করেন। তিনি ১৩৪৩ সৌর হিজরীতে নাজাফে সংক্ষিপ্ত সফর করেন এবং আয়াতুল্লাহিল উযমা সৈয়দ মুহসিন হাকিম এবং আয়াতুল্লাহিল উযমা খুয়ীর ক্লাসে অংশগ্রহণ করেন।

আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৪০ সৌর হিজরী হতে তেহরানের বিভিন্ন সাংস্কৃতিক বৈঠক ও মসজিদে বক্তব্য প্রদানের মাধ্যমে পাহলভি শাসনতন্ত্রের বিরুদ্ধে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তিনি ১৩৪৯ থেকে ১৩৫০ সৌর হিজরী পর্যন্ত তেহরানের মসজিদগুলোতে বিশেষ করে হেদায়েত মসজিদে শাহের শাসনব্যবস্থার বিরুদ্ধে ভাষণ দিতেন। একারণেই তিনি মিম্বারে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা পান। ১৩৫৬ সৌর হিজরীতে আয়াতুল্লাহ ইমামী কাশানী তেহরানের বিপ্লবী আলেম সমাজের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং ইমাম খোমেনীর পক্ষে তার আদেশ ও বিবৃতি প্রচার করতেন।

বিপ্লব পরবর্তী তার দায়িত্বসমূহ

আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৫৮ সৌর হিজরীতে কতিপয় যুবকদের সহযোগিতায়, ইসলামী শিক্ষার্থীদের আঞ্জুমান প্রতিষ্ঠা করেন। তিনি ১৩৫৯ সৌর হিজরীতে প্রথম ইসলামী জাতীয় সংসদে, কাশানের জনগণের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৬১ সৌর হিজরী হতে ইরানের সর্বপ্রথম প্রশাসনিক বিচার আদালতের প্রধান হিসেবে কার্যক্রম পরিচালনা করেন। ১৩৬৮ সৌর হিজরীতে ইমাম খোমেনীর আদেশে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংবিধানিক পর্যালোচনা বোর্ডের সদস্যপদ লাভ করেন।

ইমাম খোমেনী ১৩৬২ সৌর হিজরীতে আয়াতুল্লাহ ইমামী কাশানীকে অভিভাবক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করেন এবং তিনি ১৩৭৮ সৌর হিজরী পর্যন্ত এই পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও তিনি প্রতিবার সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ পরিষদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। আয়াতুল্লাহ ইমামী কাশানী বিশেষজ্ঞ পরিষদের সদস্য এবং পঞ্চম মেয়াদে সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ পরিষদে তেহরানের প্রতিনিধিত্ব করেন।

আয়াতুল্লাহ ইমামী কাশানী ১৩৬১ সৌর হিজরীতে ইমাম খোমেনীর নির্দেশে শহীদ মোতাহহারী মাদ্রাসার তত্বাবধায়কের দায়িত্ব প্রাপ্ত হন। তিনি ইয়াজদ, মাশহাদ এবং আহওয়াজ শরে এই মাদ্রাসার শাখা চালু করেন।

এছাড়াও তিনি ১৩৬০ সৌর হিজরী হতে তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিবের দায়িত্ব পাল করছিলেন।#176A