‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৫ মার্চ ২০২৪

১:৩৯:৩৮ PM
1444543

তথাকথিত ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কোনো গ্রহণযোগ্যতা নেই: ইরান

ইরানের মানবাধিকার সংস্থার সচিব কাজেম গারিবাবাদি বলেছেন, ইরান তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে স্বীকৃতি দেয় না। ইরানের কাছে এর কোনো গ্রহণযোগ্যতা নেই। সম্প্রতি এই মিশন এক প্রতিবেদনে গত বছরের সহিংসতার প্রতি ইঙ্গিত করে ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে।

ইরানের মানবাধিকার কর্মকর্তা গারিবাবাদি বলেছেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ঐ কমিটি গঠন করা হয়েছে। এটি একটি রাজনৈতিক হাতিয়ার মাত্র। 

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, জার্মানিসহ কয়েকটি ইউরোপীয় দেশের অর্থায়নে মানবাধিকার ইস্যুতে নানা নাটকের পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠা লাভ করে। এই মিশনের পক্ষ থেকে এখন ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়েছে। তারা বাস্তবতাকে উল্টোভাবে তুলে ধরেছে।      

ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশ ইরানবিরোধী প্রতিবেদন তৈরির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে ইরান মনে করে। কানয়ানি বলেন, এই প্রতিবেদন মানবাধিকারের মতো মহৎ ইস্যু এবং মূল্যবোধ অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করা হয়েছে।  এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়েছে, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন  জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ইহুদিবাদীদের এজেন্ডা অনুযায়ী কাজ করে এবং এই মিশনের সঙ্গে জড়িতদের বেতন পরিশোধ করে এসব দেশ ও গোষ্ঠী। এই মিশন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত ব্যবস্থাপনাকে উল্লেখিত দেশগুলোর অশুভ ও অবৈধ লক্ষ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে।#

342/