‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৫ মার্চ ২০২৪

৭:২৫:৩২ PM
1444614

মহানবির (স.) ভাষায় আল্লাহর কালাম / কুরআন; সর্বশ্রেষ্ঠ উজুদ

পবিত্র কুরআনের বহুমুখী বৈশিষ্ট্য ও মহত্ব সম্পর্কে মহানবি (স.) ও নিষ্পাপ ইমামগণ (আ.) থেকে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পবিত্র কুরআনের শিক্ষার প্রতি বিশ্বের মানুষের ক্রমবর্ধমান আগ্রহ এবং এর বিপরীতে বিগত বছরগুলিতে আল্লাহর পবিত্র কালামের বিরুদ্ধে শত্রুদের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণের বিষয়টি আর কারো অজানা নয়। এমনকি তারা পবিত্র এ গ্রন্থের প্রতি অবমাননা করতেও দ্বিধা করে নি। অবশ্য এ নূর এবং আল্লাহর কালাম এ ধরনের পদক্ষেপ কক্ষণো নিভবে না বরং পূর্বের চেয়ে আরও ব্যাপকভাবে বিশ্ববাসীর হৃদয়কে আলোকিত করবে।

আল্লাহর কালাম সম্পর্কে কোন কিছু বলা ও লেখার চেষ্টার অর্থ হলো একটি মহাসমুদ্রকে একটি ছোট পাত্রে স্থান দানের চেষ্টার মত। মহান আল্লাহর রহস্যময় এ কিতাব থেকে পরিপূর্ণরূপে উপকৃত হওয়ার একমাত্র পথ হলো নিষ্পাপ ইমামগণ (আ.) এর নির্দেশনা।

পবিত্র কুরআন সম্পর্কে মহানবি (স.) থেকে নিষ্পাপ ইমামগণ (আ.) কর্তৃক বর্ণিত হাদীসসমূহই আল্লাহর কালামের সাথে সংযুক্ত হওয়ার একমাত্র মাধ্যম। কেননা পবিত্র এ সত্ত্বাগুলো ঐশী জ্ঞানের সীমাহীন মহাসমুদ্রের সাথে সংযুক্ত।

পবিত্র কুরআনের বহুমুখী বৈশিষ্ট্য ও মহত্ব সম্পর্কে মহানবি (স.) ও নিষ্পাপ ইমামগণ (আ.) থেকে বিভিন্ন রেওয়ায়েত বর্ণিত হয়েছে।

কুরআন, সর্বশ্রেষ্ঠ উজুদ (অস্তিত্ব)

মহান আল্লাহ কর্তৃক প্রেরিত মহাগ্রন্থ কুরআনের মহত্ব মহানবির (স.) এ হাদীসটি থেকেই স্পষ্ট হয় যে, তিনি (স.) বলেছেন: ((القرآنُ افضل کلُ شیء دونَ الله)) ‘পবিত্র কুরআনের ফজিলত মহান আল্লাহ্ ব্যতীত সবকিছুর চেয়েও উপরে।’ (মুস্তাদরাকুল ওয়াসায়েল, খণ্ড ৪, পৃ. ৪ ২৩৬।)

মহান আল্লাহর বাণী ও অন্যান্যদের কথার মধ্যকার পার্থক্যের সাথে তুলনা করে পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনায় তিনি (স.) বলেছেন: ((فضلُ القرآنِ على سائرِ الكلامِ كَفضلِ اللّه على خَلقِه)) ‘সাধারণ কথার উপর কুরআনের শ্রেষ্ঠত্ব হলো ঠিক তেমন, যেমন শ্রেষ্ঠত্ব রাখেন মহান আল্লাহ  তাঁর সৃষ্টিকূলের উপর।’ (বিহারুল আনওয়ার, খণ্ড ২, পৃ. ১৭)