‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৬ মার্চ ২০২৪

২:২৫:৩২ PM
1444831

‘গাজা যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরাইল’

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ১৬০ দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে কিন্তু তারা সেখানে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, দখলদার ইহুদিবাদী সরকারের ঐতিহাসিক পরাজয়ের সমস্ত লক্ষণ ফুটে উঠেছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিন এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের নেতাদের কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আমির আব্দুল্লাহিয়ান এসব কথা বলেন। গতকাল (বৃহস্পতিবার) রাতে তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে এই বার্তা পাঠান।

হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাকে সম্বোধন করে পাঠানো এই বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রতিরোধকামী সংগঠনগুলোর দৃঢ়তা এবং ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে যুদ্ধ পরিচালনার জন্য ভূঁয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি চলমান যুদ্ধের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্ব পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছে অথচ পবিত্র আল-কুদস দখলকারী ইজরাইল গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিশেষ করে নারী, শিশু ও অসহায় বৃদ্ধদের ওপর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ অব্যাহত রেখেছে।

গাজা উপত্যকায় মাসের পর মাস এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চললেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব প্রতিষ্ঠান এই অপরাধযজ্ঞ থামানোর জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।#

342/