‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৭ মার্চ ২০২৪

৭:৫৩:১৫ PM
1445153

'প্রতিরোধ সংগ্রামীরা আমাদের চোখের মণি'

লেবাননি বংশোদ্ভূত ইরানি অনলাইন অ্যাকটিভিস্ট কানা উপনিবেশবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীদের নানা পদক্ষেপের প্রশংসা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে প্রকাশিত পোস্টে তিনি লিখেছেন, 'নোংরা সাম্রাজ্যবাদ পশ্চিমাদের উপনিবেশবাদী নীতি, গুন্ডামি, লুট-তরাজ ও যুদ্ধ-বিগ্রহকে পুরোপুরি সমর্থন দেয়; অন্যদিকে চরম জুলুম ও বর্বরতার মোকাবেলায় মজলুম মানুষের প্রতিরোধ তথা আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করে। কাজেই আমাদের হাতে অবশ্যই অস্ত্র থাকতে হবে। যেভাবেই হোক আমাদেরকে অস্ত্র সংরক্ষণ করতে হবে। অস্ত্রধারী প্রতিরোধকামী সংগ্রামীদেরকে আমাদের চোখের মণি হিসেবে গণ্য করতে হবে।'

অনলাইন অ্যাকটিভিস্ট কানা'র বাবা ইরানি, আর মা লেবাননি। লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বর্তমানে দখলদার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করছে।#