‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৭ মার্চ ২০২৪

৭:৫৪:৫৩ PM
1445157

‘দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ইরান ও আজারবাইজানকে নতুন অধ্যায় সৃষ্টি করতে হবে’

আজারবাইজানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আব্বাস মুসাভি বলেছেন, তেহরান এবং বাকুর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় রচনা জরুরি। আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী হিকমাত হাজিয়েভের সঙ্গে বৈঠকের পর গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে মুসাভি একথা বলেন।

 ইরান এবং আজারবাইজান প্রতিবেশী মুসলিম দেশ হলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা শীতলাবস্থা দেখা দিয়েছে। তবে ভুল বোঝাবুঝি অবসানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিকমাত হাজিয়েভের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে মুসাভি লিখেছেন, “হিকমাতের সাথে সাম্প্রতিক বৈঠকে আমরা ককেশাস অঞ্চলের ঘটনাবলী এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেছি। বৈঠকে আমরা ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচনার ব্যাপারে গুরুত্বারোপ করেছি।”

এর আগে গত বৃহস্পতিবার আজারবাইজানের একটি প্রতিনিধি দল তেহরান সফর করে। ইরানে আজারবাইজানের দূতাবাস নতুন করে চালু করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেয়া হয়। আজারবাইজান ইরানের সাথে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্ক অনেকটা কমিয়ে দিয়েছিল।#

342/