‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৯ মার্চ ২০২৪

১:৫৯:৫৫ PM
1445504

ফিলিস্তিনি জনগণ ইসরাইলবিরোধী লড়াইয়ে মহাকাব্য সৃষ্টি করেছে: ইরান

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের মোকাবিলায় সিরিয়ার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের সর্বোচ্চ-পদাধিকারী সামরিক কমান্ডার।

তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাসের সঙ্গে সোমবার এক সাক্ষাতে এ মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

তিনি বলেন, অক্টোবরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত নির্যাতিত ও অরক্ষিত ফিলিস্তিনি জনগণ ইসরাইলবিরোধী লড়াইয়ে এক মহাকাব্য সৃষ্টি করেছে।

জেনারেল বাকেরি বলেন, গত প্রায় ছয় মাস ধরে ইসরাইলের মারাত্মক হামলার মোকাবিলায় গাজাবাসী যে দৃঢ়তা দেখিয়েছে তাতে প্রতিরোধ ফ্রন্টের উচ্চমানের সক্ষমতা ও সামর্থ্য প্রমাণিত হয়েছে। ইসরাইলের মানবতা বিরোধী অপরাধ এই দখলদার সরকারের সমর্থকদের সম্মানহানি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সাক্ষাতে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, গত অক্টোবরে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযানের পর বিশ্বের সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। আব্বাস আরো বলেন, প্রতিরোধ ফ্রন্টের সদস্য হিসেবে ইরান ও সিরিয়ার সেনাবাহিনীকে নিজেদের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করতে হবে।#

342/