‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৯ মার্চ ২০২৪

২:০১:২২ PM
1445507

প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বিজয়ী পুতিন; 'মার্কিন গণতন্ত্র একটা বিপর্যয়'

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। টানা তিন দিনের প্রেসিডেন্ট নির্বাচন শেষে তিনি রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন।

প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা গেছে, পুতিন প্রায় ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরও ছয় বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট পেলেন। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। রাশিয়ার জনমত গবেষণা কেন্দ্র জানিয়েছে, এবারের নির্বাচনে ৭৫ শতাংশ ভোট পড়েছে।

বুথ ফেরত সমীক্ষার বরাতেও পুতিন বিপুল ভোটে বিজয়ী হবেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল।

এই বিজয়ের ফলে ২০০ বছরের মধ্যে পুতিন রাশিয়ার সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা হতে যাচ্ছেন পুতিন।

নির্বাচনে বিপুল জয়ের তিনি বলেছেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ।

রাশিয়ার নির্বাচন প্রসঙ্গে পুতিন বলেন- এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়। তিনি বলেন, পুতিন বলেন, আমেরিকায় যা ঘটছে, তাতে সারা বিশ্ব হাসছে। এটা কেবল একটি বিপর্যয়, গণতন্ত্র নয়। #

342/