‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ মার্চ ২০২৪

১:১২:২৯ PM
1445722

গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অভিযান বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ফার্সি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে এক বাণীতে এ আহ্বান জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নওরোজ শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা বহন করে। তিনি বলেন, এ বছর ফার্সি ভাষাভাষি দেশগুলোতে এমন সময় নওরোজ উৎসব পালিত হচ্ছে যখন নির্যাতিত ও দৃঢ়চেতা গাজাবাসী দখলদার ইসরাইল সরকারের নির্দয় গণহত্যার শিকার। সেইসঙ্গে গাজার ফিলিস্তিনি জনগণকে কঠোরভাবে অবরোধ করে রাখা হয়েছে। তাদের কপালে দু’বেলা খাবার পর্যন্ত জুটছে না এবং তারা ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন।

রায়িসি বলেন, এ অবস্থায় গাজাবাসীর ওপর ইহুদিবাদীদের ভয়াবহ আগ্রসন বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়া আমাদের মানবিক দায়িত্ব। গাজাবাসীর কাছে  যেকোনো উপায়ে মানবিক ত্রাণ পৌঁছে দিতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের শিকার গাজাবাসীর দৃঢ়চেতা মনোভাব ও প্রতিরোধের ভূয়সী প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, বিশ্বের আধিপত্যকামী শক্তিগুলো গাজার ২৩ লাখ মানুষকে সমূলে ধ্বংস করে ফেলার লক্ষ্যে সর্বশক্তি নিয়োগ করেছে। তারা ইসরাইলকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে যাতে ফিলিস্তিনিদের ধ্বংস করে ফেলা যায়। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

প্রেসিডেন্ট রায়িসি তার নওরোজের বার্তায় নতুন ফার্সি বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতির আরো উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছেন।#

342/