‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২০ মার্চ ২০২৪

১:১৪:১৬ PM
1445726

ফিলিস্তিন ইস্যুতে তেহরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত মস্কো: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন ফার্সি বছর ‘নওরোজ’ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে শুভেচ্ছা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন টেলিফোন করে রায়িসিকে শুভেচ্ছা জানান।

এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন প্রেসিডেন্ট পুতিন।

ফোনালাপে দুই প্রেসিডেন্ট বড় খাতগুলোতে পুঁজি বিনিয়োগসহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তির খসড়া তৈরির কাজ চূড়ান্ত করতে হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি তেহরানে দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের সফল বৈঠক এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিময় ৭৭% বেড়ে যাওয়ার ঘটনা তেহরান-মস্কো সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত বহন করেন।

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার ব্যাপারে ইরান ও রাশিয়া অভিন্ন অবস্থান গ্রহণ করেছে বলে জানান পুতিন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে তেহরানের সঙ্গে আরো বেশি সহযোগিতা করতে মস্কো প্রস্তুত রয়েছে।

ফোনালাপে রাশিয়ার সাম্প্রতিক নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় পুতিনকে আবারও অভিনন্দন জানান ইব্রাহিম রায়িসি। তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে পুতিনের নেতৃত্বে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরো শক্তিশালী হবে।#

342/