‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২১ মার্চ ২০২৪

১:০৫:২৮ PM
1445902

ইরান জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনের সভাপতি নির্বাচিত

ইসলামি প্রজাতন্ত্র ইরান জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।

জেনেভায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরাইনি এই সম্মেলনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেছেন। তিনি সভাপতির দায়িত্ব পালনকালে ইরান কী কী পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করবে তার একটি রোডম্যাপ তুলে ধরেন। আলী বাহরাইনি বলেন, বিশ্বের একটি শান্তিকামী এবং যুদ্ধ ও সহিংসতাবিরোধী দেশ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে ইরান পরমাণু অস্ত্রসহ সকল গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাবে।

জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন ১৯৭৮ সালে গঠিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও শলাপরামর্শের মাধ্যমে গণবিধ্বংসী অস্ত্রধর দেশগুলোকে এসব অস্ত্র ধ্বংস করতে রাজি করানোই এই সম্মেলন গঠনের মূল লক্ষ্য।

নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন এ পর্যন্ত জীবাণু অস্ত্র কনভেনশন (BWC) এবং সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি আলোচনা, প্রণয়ন এবং চূড়ান্ত করেছে।

ইরান নিরস্ত্রীকরণ সম্মেলনের সভাপতিত্বকালে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ, অপরিবর্তনীয় এবং যাচাইযোগ্য নির্মূলের বিষয়ে পারমাণবিক অস্ত্রধর দেশগুলোকে বাধ্য করা, পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সমাপ্তি, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করা, অ-পারমাণবিক রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার লক্ষ্যে কাজ করবে। #

342/