‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ মার্চ ২০২৪

১:৫৮:০১ PM
1446090

ইহুদিবাদ গোটা মানবতার জন্য বিপদ: ইয়েমেনের আনসারুল্লাহ মহাসচিব

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরউদ্দিন আল হুথি বলেছেন, গাজায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা পূর্বপরিকল্পিত। প্রতিনিয়ত সেখানে ইসরাইলের চরম বর্বরতা প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব।

বৃহস্পতিবার রাতে তিনি আরও বলেছেন, ইসরাইলের হত্যা-নৃশংসতার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা এবং এই নীতির কারণে আমেরিকার নৈতিক অবক্ষয়ের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে, মানবতার বিরুদ্ধে তাদের অবস্থানও এখন সবার কাছে স্পষ্ট।

ইহুদিবাদীদেরকে গোটা মানবতার জন্য বিপদ হিসেবে উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহর মহাসচিব বলেন, যারা ইহুদিবাদী তাদেরকে এমনভাবে ছোটবেলা থেকেই শিক্ষা-প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা মুসলমান হত্যার জন্য মরিয়া হয়ে থাকে।

মজলুম ফিলিস্তিনি জাতির প্রতি ইয়েমেনের সরকার ও জনগণের সমর্থনের প্রতি ইঙ্গিত করে আনসারুল্লাহ নেতা বলেন, ইয়েমেনে সশস্ত্র বাহিনী গাজার সমর্থনে ইসরাইলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ পর্যন্ত ৪৭৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।

গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরে নিরুপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৭৪ হাজার আহত হয়েছেন।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।#

342/