‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ মার্চ ২০২৪

২:০১:০৪ PM
1446093

মানবাধিকার ও প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থনের ক্ষেত্রে ইরান এগিয়ে

বিশ্বের দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেছেন লেবাননের সংস্কৃতিমন্ত্রীর উপদেষ্টা রনি আলফা।

তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে ৩১তম আন্তর্জাতিক কুরআন মেলার অবকাশে সাংবাদিকদের বলেন, প্রতিরোধ ও মানবাধিকারের ক্ষেত্রে ইরান একটি অগ্রগামী দেশ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ইরানের মতো অন্য সবার উচিত গাজা ও দক্ষিণ লেবাননের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

লেবাননের এই রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্তমানে তেহরান সফর করছেন।

গত বুধবার ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে তেহরানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, এই অঞ্চলে দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীর অস্তিত্বটাই একটা বড় জুলুম। এর সমাপ্তি ঘটাতে হবে।

তিনি আরও বলেন, যারাই ইসলাম, মানবিকতা ও ন্যায়ের পথের এই জিহাদে শামিল হবে তাদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা থাকবে এবং আল্লাহর রহমতে লক্ষ্য অর্জিত হবে।#

342/