‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ মার্চ ২০২৪

১:৪৩:৪০ PM
1446265

নওরোজ উপলক্ষে মার্কিন সরকারের শুভেচ্ছাকে ভণ্ডামি বলল ইরান

ফার্সি নববর্ষ- নওরোজ উপলক্ষে আমেরিকা ইরানি জনগণকে অভিনন্দন জানানোর জন্য যে অনুষ্ঠানের আয়োজন করেছে তাকে ‘মার্কিন রাষ্ট্রনায়কদের ভণ্ডামিপূর্ণ সংহতি’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরান বলেছে, এদেশের জনগণের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করার একই সময়ে এ অভিনন্দন সুস্পষ্ট কপটতা ছাড়া আর কিছু নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক এক্স বার্তায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ইরানি জনগণ ভালোভাবে তাদের বন্ধু ও শত্রুদের চেনে। সেইসঙ্গে এই ভুয়া ও হাস্যকর প্রদর্শনীর পেছনে কী কুটিল অভিসন্ধি রয়েছে তাও তাদের অজানা নয়।”

ইরানে গত বুধবার নতুন ফার্সি বছর নওরোজের প্রথম দিন উদযাপিত হয়। একইদিন ইরানি জনগণকে নওরোজ উপলক্ষে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এমনকি ব্লিঙ্কেনকে তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ‘হাফত-সিন’ নামক ডেকরেশনের সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

হাফত-সিন হচ্ছে সাতটি প্রতীকী উপকরণের একটি বিন্যাস যেসব উপকরণের প্রতিটির নাম ফার্সি ‘সিন’ অক্ষর দিয়ে শুরু হয়েছে।  আর হাফত শব্দের অর্থ সাত। ইরানের প্রতিটি পরিবারের সদস্যরা নতুন বছর শুরুর মুহূর্তে এই সাতটি উপকরণ সাজিয়ে তার সামনে বসে নিজেদের সুখ-সমৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

কানয়ানি তার এক্স বার্তায় আরো বলেন, মার্কিন রাষ্ট্রনায়করা বিগত চার দশক ধরে নওরোজের প্রথম মুহূর্তে এভাবে ‘হাফত-সিন’ সাজিয়ে ইরানি জনগণকে অভিনন্দন জানিয়ে আসছেন। অথচ একই সময়ে তারা ইরানি জনগণের ওপর সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ চাপ সৃষ্টি করে যাচ্ছেন।  তিনি আরো বলেন, এ ধরনের শুভেচ্ছা জানানোর পরপরই তারা ইরানের ওপর নতুন নতুন নিষেধাজ্ঞাও চাপিয়ে দেন।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের ভণ্ডামিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। #

342/