‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ মার্চ ২০২৪

১:৪৫:১১ PM
1446267

মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১১৫

রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে পৌঁছেছে। রাশিয়ার তদন্ত কমিটি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কনসার্ট ভেন্যুতে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় সেখানে তাঁরা আরও কিছু মরদেহ খুঁজে পেয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে উল্লেখ করে কমিটি জানায়, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১১৫ হয়েছে।

এদিকে, বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি জড়িত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালান। এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। এই সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার পেছনে আমেরিকার হাত রয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তানের তালেবান সরকারসহ বহু মুসলিম দেশ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে।#

342/