‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৩ মার্চ ২০২৪

১:৪৫:৩৫ PM
1446268

মস্কোয় হামলা চালানো আইএস কোন আইএস? চিনে নিন

রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার দায় উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের (দায়েশ) পক্ষ থেকে স্বীকার করার কথা উল্লেখ করে ‘এক্স’ সোশ্যাল নেটওয়ার্কে ইরানি সাংবাদিক মোর্তেজা গোরোকি এই গোষ্ঠী তৈরি এবং সমর্থন করার ক্ষেত্রে আমেরিকা ও ইসরাইলের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

মোর্তেজা গোরোকি সোশ্যাল নেটওয়ার্ক ‘এক্স’ এ লিখেছেন:

আইএস আনুষ্ঠানিকভাবে মস্কোর উপকণ্ঠে চালানো সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে। এই হচ্ছে সেই আইএস যে রাশিয়ার হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য ইউক্রেনে গিয়েছিল। এই হচ্ছে সেই আইএস যার আহত সন্ত্রাসীরা ইসরাইলে চিকিৎসা গ্রহণ করেছিল এবং এই হচ্ছে সেই আইএস যার সন্ত্রাসীরা লিবিয়ায় মার্কিন অর্থায়নে প্রশিক্ষণ গ্রহণ করেছিল।

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস শহরের একটি কনসার্ট হলে শুক্রবার রাতে হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে আইএস (দায়েশ) সন্ত্রাসীরা।

এখন পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বেশ কয়েকটি দেশ এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।#

342/