‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ মার্চ ২০২৪

১:৫৭:৫১ PM
1446490

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ইরাকি প্রতিরোধকামীদের হামলা

দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ জানিয়েছে, আজ (রোববার) সকালে এই হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার ২৪ মার্চ সকালে প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। পিএমইউ’র বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের শত্রুদের শক্ত অবস্থানগুলো ধ্বংস না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এরইমধ্যে ইসরাইলের অভ্যন্তরে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নসহ বিভিন্ন স্থাপনা এবং বন্দরে কার্যকর কিছু হামলা চালিয়েছে। গত বুধবার পিএমইউ জানিয়েছিল যে, ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এক সপ্তাহে দুইবার বেনগুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে।#

342/