‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ মার্চ ২০২৪

১:৫৯:২৮ PM
1446494

ইরানের সরকারবিরোধী সন্ত্রাসী সংগঠনের প্রতি ৮ মার্কিন সিনেটরের সমর্থন

আমেরিকার ৮ জন সিনেটর সরকারের কাছে একটি পরিকল্পনা তুলে ধরেছেন যেখানে আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত আশরাফ-তিন ক্যাম্পে ইরানের সরকার বিরোধী সন্ত্রাসী মোনাফেক গোষ্ঠীকে সুরক্ষা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

আমেরিকার রিপাবলিক ও ডেমোক্রেট উভয়দের সদস্যরা সম্মিলিতভাবে সরকারের কাছে এ আহ্বান জানিয়েছে।

এই সিনেটররা ইরানের সরকার বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠীকে সুরক্ষা দিতে এমন সময় মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যখন এই সন্ত্রাসী গোষ্ঠীটি ২০১০ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদেশী সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

কারাবাস, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি এবং পাশ্চাত্য প্রভুর প্রতি দাসত্বের ভিত্তিতে এই সন্ত্রাসী গোষ্ঠী গঠিত হয়েছিল। সদস্যদেরকে জোরপূর্বক নিয়োগ, ক্যাম্পের ভিতরে সদস্যদেরকে বন্দী করে রাখা এবং বহির্বিশ্ব থেকে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করা, জোরপূর্বক বিবাহবিচ্ছেদ কিংবা বিয়ে করানো হতো। এমনকি ব্রহ্মচর্যের মতো বিকৃত মতাদর্শ প্রশিক্ষণের মাধ্যমে এই গোষ্ঠীর সদস্যদের ব্রেইনওয়াশ করা হতো। এরপর তাদেরকে ইরানের স্বার্থ বিরোধী বিভিন্ন বিপজ্জনক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হতো।

১৯৮০-এর দশকে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পরের বছরগুলোতে, পাশ্চাত্যের মদদপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাসী তাণ্ডব চালায় এবং তখন থেকে ইরানের জনমনে তাদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষ তৈরি হয়ে আছে।

ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের কাছে ইরানের জনগণের জন্য স্বাধীনতা চাওয়ার দাবিকারী এই সন্ত্রাসী মানসিকতাসম্পন্ন গোষ্ঠীটির ইরানি জনমনে তাদের কোনো স্থান নেই। আর এ কারণে ইরানে সবচেয়ে ঘৃণিত হয়ে উঠেছে এ সন্ত্রাসী মোনাফেক গোষ্ঠীর নাম।

সন্ত্রাসী 'মোনাফেক' গোষ্ঠী ইরানের জনগণের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও এবং বহু নিরীহ মানুষের রক্ত ঝরালেও আমেরিকার রাজনীতিবিদরা তাদের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।

২০১৩ সালে, মার্কিন সরকার আলবেনিয়াকে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শরণার্থী হিসাবে গ্রহণ করতে বাধ্য করেছিল।

342/