‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ মার্চ ২০২৪

২:০০:১৫ PM
1446497

‘সন্ত্রাসবাদ ও নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া’

মস্কোর সিটি কনসার্ট হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ ও নাৎসিবাদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া।

গতকাল (শনিবার) প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ। শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার ক্রোকাস সিটি হলে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১৩৩ জন নিহত ও ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এ সম্পর্কে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মস্কো হামলা দেখিয়ে দিচ্ছে যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া সন্ত্রাসী হামলা বন্ধ হবে না। তিনি বলেন, রাশিয়া এই প্রথম এ ধরনের কোনো সন্ত্রাসী হামলা মোকাবেলা করছে না বরং এর আগেও এ ধরনের সন্ত্রাসবাদের মুখে পড়েছে এবং তারা সবসময় বিজয়ী হয়েছে।

প্রেসিডেন্ট বাশার আসাদ আরো বলেন, “রাশিয়ার বিজয় দেখার জন্য আমরা সিরিয়ায় অপেক্ষা করছি। সিরিয়া যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছিল তখন রাশিয়া গভীর সহমর্মিতা নিয়ে দামেস্ককে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই সহযোগিতা করেছে।”

ফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মস্কোর প্রতি সমর্থন জানানোর জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং সিরিয়ার জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং আমরাই বিজয়ী হবো।”#

342/