‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৪ মার্চ ২০২৪

২:০০:৪১ PM
1446498

রাশিয়ার পাশে রয়েছে ইরান: পুতিনকে জানালেন রায়িসি

মস্কোর সিটি কনসার্ট হলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

গতকাল (শনিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনকে পাঠানো এক বার্তায় রায়িসি রাশিয়া সরকার এবং সন্ত্রাসী হামলায় হতাহতদের পরিবার পরিজনের প্রতি গভীর শোক জানিয়ে এ কথা বলেন। নিরপরাধ লোকজনের ওপর এই জঘন্য হত্যাকাণ্ড চালানোর কঠোর নিন্দা জানান ইরানি প্রেসিডেন্ট। রাশিয়া সরকার দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার প্রতিও সমর্থন জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে ক্রোকাস সিটি হলে কনসার্ট চলার সময় মুখোশ পরা বন্দুকধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে সেখানে বর্বর হত্যাকাণ্ড ঘটায়। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৩৩-এ দাঁড়িয়েছে। রাশিয়ায় গত ১০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করা হচ্ছে।

এরইমধ্যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা ১১ ব্যক্তিকে আটক করেছে; এর মধ্যে চারজন হামলায় সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো এ ব্যাপারে প্রকাশ্য কোনো বক্তব্য দেননি।#

342/